Skip to content

আইএমএফের কাছে আরও ঋণ চাইবে অন্তর্বর্তী সরকার

    আইএমএফের কাছে আরও ঋণ চাইবে অন্তর্বর্তী সরকার prothomasha.com

    চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের প্রতিশ্রুতি রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)। সংস্থাটি বিগত শেখ হাসিনা সরকারকে এমন প্রতিশ্রুতি দেয়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার ঋণের আকার বাড়াতে চায়। তারা আরও ৩০০ কোটি ডলার বাড়িয়ে মোট ঋণ ৭৭০ কোটি ডলারে উন্নীত করতে চায়।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে নিয়ন্ত্রক সংস্থাটি এখন ঋণ বাড়ানোর বিষয়ে কাজ করছে। এ সম্পর্কে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারও অবগত আছেন। আইএমএফকে বিষয়টি পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তাতে আইএমএফ রাজি হলে উভয় পক্ষের মধ্যে এ নিয়ে দর-কষাকষি হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এ কথা জানা গেছে।