Skip to content

স্পার্কট্যাঙ্ক টুয়েন্টিফোরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

    স্পার্কট্যাঙ্ক টুয়েন্টিফোরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত prothomasha.com

    ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যারিয়ার ক্লাব আয়োজিত ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্টস্ স্পার্কট্যাঙ্ক টুয়েন্টিফোরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের ৬৫টি বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪৫০ জন প্রতিযোগী অংশ নেয়। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য বিভিন্ন বিভাগে ১২৮ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়।

    সকাল ১০টায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ‘ব্যাটলস অব মাস্টারমাইন্ড’ এবং ‘কেস চ্যালেঞ্জ’ শুরু হয়। পরে নিটার শিক্ষার্থীদের আয়োজনে ফটোগ্রাফি প্রদর্শনী ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

    প্রতিযোগিতায় ব্যাটেলস অব মাস্টারমাইন্ডে জয়ী হয় টিম ‘ব্রেইনস্টর্ম দুয়ো’। প্রথম রানার আপ হয় টিম ‘ইন্টারপিড’ এবং দ্বিতীয় রানার আপ হয় টিম ‘ফ্যাব কোলাবোর’। কেস চ্যালেঞ্জে জয়ী হয় টিম ‘লাইট হাউজ’। প্রথম রানার আপ হয় টিম ‘চশমা’ এবং দ্বিতীয় রানার আপ হয় টিম ‘সিসিলিয়ান ডিফেন্স’।

    ফটোগ্রাফি প্রদর্শনীতে মোবাইল ও ক্যামেরার জন্য পৃথক বিজয়ীর নাম ঘোষণা করা হয়। মোবাইল ফটোগ্রাফিতে জয়ী হয়েছেন মো. মফিজুল ইসলাম; প্রথম রানার আপ খালিদ হাসান এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন শাহীনুর সিদ্দিকী। ক্যামেরা ফটোগ্রাফিতে জয়ী হয়েছেন এম এ রাফি, প্রথম রানারআপ মেহেদী হাসান এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মাহিন জামান।

    তিন বিভাগে বিজয়ীদের ৬০ হাজার টাকা পুরস্কারের সঙ্গে একটি করে স্মারক প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। অতিথি ছিলেন হামীম গ্রুপের হিউম্যান রিসোর্স বিভাগের ব্যবস্থাপক উম্মে আফিয়া আক্তার এবং যমুনা গ্রুপের কর্মকর্তা আব্দুল হাকিম। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল দৈনিক সমকাল।