Skip to content

কোহলি-জয়সোয়ালের সেঞ্চুরির পর বুমরা-সিরাজের ২০ বলের তোপ

    কোহলি-জয়সোয়ালের সেঞ্চুরির পর বুমরা-সিরাজের ২০ বলের তোপprothomasha.com

    হাসতে হাসতে মাঠ ছাড়ছিলেন ভারতীয় দলের সবাই। মাঠ ছাড়ায় নেতৃত্ব দিতে রাহুল-পন্তরা সামনে ঠেলে দিলেন বিরাট কোহলিকে, সারা দিনে সবচেয়ে বেশি রান এসেছে তাঁর ব্যাট থেকেই। কিন্তু ক্যারিয়ারজুড়ে এমন মুহূর্ত অনেক পেয়েছেন কোহলি, তিনি সামনে পাঠাতে চাইলেন যশস্বী জয়সোয়ালকে। ১৬১ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচটা ভারতের অনুকূলে এনে দিয়েছেন তো ২২ বছরের এই তরুণই।

    শেষ পর্যন্ত সমাধান দিলেন অধিনায়ক। জয়সোয়ালের সঙ্গে কোহলিকেও সামনে এগিয়ে দিলেন যশপ্রীত বুমরা। কিছুক্ষণ আগে এই বুমরাই ১৪ বলের ছোট্ট এক স্পেলে অস্ট্রেলিয়ার টপ অর্ডার নাড়িয়ে দিয়েছেন, এলবিডব্লুর ফাঁদে ফেলে তুলে নিয়েছেন মারনাস লাবুশেন ও নাথান ম্যাকসুয়েনির উইকেট।

    দিনের শেষে ভারতীয় দলের মাঠ ছাড়ার এই দৃশ্যেই আছে পার্থ টেস্টে তৃতীয় দিনের খেলার সারাংশ। জয়সোয়ালের দেড় শ আর কোহলির সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ভারত।

    যা তাড়া করতে নেমে শেষ বেলায় ২০ বলের মধ্যেই ১২ রানে ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। জয়ের লক্ষ্য আরও ৫২১ রান দূরে, যা নিয়ে কথা না বলাই ভালো। ম্যাচের বাকি আরও দুই দিন, এ ম্যাচে অস্ট্রেলিয়ার পরাজয় একরকম লেখাই হয়ে গেছে।

    অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই সেঞ্চুরি পেলেন জয়সোয়াল
    অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই সেঞ্চুরি পেলেন জয়সোয়ালএএফপি

    তৃতীয় দিনের শেষ বিকেলে অস্ট্রেলিয়া যে মিনিট বিশেকের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলল, তাতে বুমরার শিকার ২ উইকেট, সিরাজের ১। তবে ম্যাচটাকে পুরোপুরিই ভারতের বানিয়ে ফেলার মূলে আসলে জয়সোয়াল ও কোহলি। আগের দিন ৯০ রানে অপরাজিত থাকা জয়সোয়াল সকাল থেকে আরও স্বচ্ছন্দে খেলে যোগ করেছেন আরও ৭১ রান।

    তাঁর ওপেনিং সঙ্গী লোকেশ রাহুল অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ৬২ রান নিয়ে দিন শুরু করা রাহুল আর ১৫ রান যোগ করে মিচেল স্টার্কের শিকার হন দিনের ষষ্ঠ ওভারে। অস্ট্রেলিয়ার মাটিতে ওপেনিংয়ে ভারতীয় রেকর্ড জুটিটি ভাঙে ২০১ রানে। এরপর উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি দেবদূত পাড়িক্কাল (২৭)।