Skip to content

‘পথের পাঁচালী’র দুর্গা আর নেই

    ‘পথের পাঁচালী’র দুর্গা আর নেইprothomasha.com

    কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘পথের পাঁচালী’। ১৯৫৫ সালে মুক্তি পাওয়া সেই সিনেমায় দুর্গা চরিত্রে অভিনয় করে ইতিহাসের অংশ হয়ে গিয়েছিলেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। এবার সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

    জানা গেছে, সোমবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উমা দাশগুপ্ত।

    অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, ‘সকালে উমার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গেছেন। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তার।’

    জানা যায়, দুরারোগ্য ব্যাধি ক্যানসারের চিকিৎসায় সেরে উঠছিলেন উমা। কিন্তু হঠাৎ এই রোগ নতুন করে তার শরীরে ফিরে এলে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হলেন এই অভিনেত্রী।

    জীবনে শুধু একটি সিনেমাতেই অভিনয় করেছিলেন উমা দাশগুপ্ত। আর সেটাই হলো ‘পথের পাঁচালী’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমা সত্যজিৎ রায় এবং সমস্ত কলাকুশলীদের জগৎজোড়া খ্যাতি এনে দিয়েছিল।

    তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস