Skip to content

করোনাকালে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা চাকরির নিরাপত্তার দাবিতে মানববন্ধনে

    করোনাকালে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা চাকরির নিরাপত্তার দাবিতে মানববন্ধনেprothomasha.com

    ডিসেম্বরের পর চুক্তি বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন করোনাকালে সম্মুখ সারিতে কাজ করা একদল স্বাস্থ্যকর্মী। আজ রোববার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সামনে তাঁরা এ মানববন্ধন করেন। কর্মীরা জানান, গত চার বছর তাঁরা ‘অনিশ্চয়তার মধ্যে’ কাজ করেছেন এবং বর্তমানে তাঁদের জীবিকা হুমকির মধ্যে রয়েছে।

    আ স ম শাহজাহান নামের এক স্বাস্থ্যকর্মী বলেন, ‘২০২০ সালে করোনাকালে তিন মাসের চুক্তিতে আমাদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু বারবার সেই মেয়াদ ছয় মাস করে বাড়ানো হয়। এ চার বছরে এভাবে বাড়িয়ে এখন আমাদের জানানো হচ্ছে ডিসেম্বর থেকে চাকরি থাকবে না। এতগুলো মানুষ সে সময় থেকে কাজ করে আসছি। এখন যদি চাকরি না থাকে, আমরা কোথায় যাব? শুনেছি, পদগুলো বহাল থাকবে কিন্তু এই লোকবল থাকবে না। আমাদের আবেদন, আমাদের যেন চাকরিচ্যুত না করা হয়।’