Skip to content

আইপিএল নিলামে ১৩ বছরের ক্রিকেটার, কে এই সূর্যবংশী?

    আইপিএল নিলামে ১৩ বছরের ক্রিকেটার, কে এই সূর্যবংশী?prothomasha.com

    ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। যেখানে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের সব নামীদামী ক্রিকেটাররা। অনেকে আবার প্রতি বছর নিলামে নিজের নাম দিয়েও শেষ পর্যন্ত দল পান না। সেই ফ্র্যাঞ্চাইজি লিগের নিলামেই এবার নাম দিয়েছেন ১৩ বছর বয়সি এক ক্রিকেটার, বৈভব সূর্যবংশী। যা ব্যাপক সারা ফেলেছে।

    কে এই সূর্যবংশী? ভারতের বাইরে এই নামটি এখনও পরিচিত না হলেও ভারতে এই নামটি বেশ পরিচিত। মাত্র ১৩ বছর ২৩৪ দিন বয়সি এই ব্যাটার এরই মধ্যে গড়ে ফেলেছেন বহু কীর্তি। নিজেকে চিনিয়েছেন আগামীর তারকা হিসেবে।

    স্যামসনের ছক্কায় ফাটল নারী ভক্তের গাল

    বয়স মাত্র ১৩ হলেও এই বয়সে সূর্যবংশী খেলে ফেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ টেস্ট দলে। গত মাসে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলা সে ম্যাচে আবার সেঞ্চুরিও হাঁকিয়েছেন এই ব্যাটার। তাও টি-টোয়েন্টি মেজাজে। মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করেছেন সূর্যবংশী। যা যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।

    শুধু এখানেই নয় মাত্র ১৩ বছরে পা রেখেই সূর্যবংশী খেলেছেন রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয় এই ক্রিকেটারের। প্রথম শ্রেণির ক্যারিয়ারে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। ৫ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছে ১০০। সর্বোচ্চ রানের ইনিংস ৪১, সেটি এসেছে এই নভেম্বরেই।

    এ ছাড়াও হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও খেলেছেন সূর্যবংশী। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি ও ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে সূর্যবংশীর রান ৪০০।

    বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও আছে এই ব্যাটারের। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এক বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছে, এমন দাবিও নাকি করেন কেউ কেউ।

    ঘরোয়া ক্রিকেটে এতসব কীর্তি গড়া সূর্যবংশী আইপিএলেও দল পেয়ে যেতে পারেন। সেটা হলে খুব বেশি অবাক হওয়ারও থাকবে না। কেননা, প্রতি মৌসুমে কত কিছুই না চমক দেখা যায় এই ফ্র্যাঞ্চাইজি লিগে। আর সেটা হলে মিচেল স্টার্ক, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্টের বিপক্ষেও ব্যাট করতে দেখা যেতে পারে এই কিশোরকে। সেটা হলে নিশ্চয় অবাকই হবে সবাই।