Skip to content

হিজবুল্লাহর রকেট হামলায় দুই ইসরাইলি নিহত

    হিজবুল্লাহর রকেট হামলায় দুই ইসরাইলি নিহতprothomasha.com

    উত্তর ও মধ্য ইসরাইলে মঙ্গলবার কয়েক ডজন রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গােষ্ঠী হিজবুল্লাহ। এ হামলায় উত্তর উপকূলীয় শহর নাহারিয়ায় দুই ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন।

    মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

    নিহত দুই বাসিন্দা হলেন, জিভ বেলফার (৫২) এবং শিমন নাজম (৫৪) নিহত হয়েছেন। পৌরসভা জানিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে, দুজনেই নাহারিয়া শহরের বাসিন্দা। সরাসরি ঘটনাস্থলেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়।

    প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে যখন ইসরাইলি সেনারা হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে, ওই সময় সেখান থেকে পাল্টা রকেট এবং ড্রােন হামলা করেছে হিজবুল্লাহ। এদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা বৈরুতে হিজবুল্লাহর বেশিরভাগ অস্ত্রস্থাপনা ধ্বংস করেছে।

    হিব্রু সংবাদমাধ্যমের সাথে এক সাক্ষাত্কারে নিহত জিভের বোন আবিতাল বলেছেন, ‘এই রকেট হামলা আমাদের হতবাক করেছে।  কারণ মাত্র ১০ কদম দূরে একটি আশ্রয়কেন্দ্র রয়েছে এবং বিপদ হলেই জিভ সবসময় সেখানে যেতেন।  তার যদি এবার আর একটু সময় থাকত, তবে সে আশ্রয়কেন্দ্রে যেতে পারত।  আমি বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করুন এটা খুব দ্রুত ঘটেছে’।

    ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মতে, লেবানন থেকে ১০টি রকেট ছোঁড়া হয়, যার মধ্যে কিছু আটকানো হয়েছিল এবং অন্যগুলো পশ্চিম গ্যালিলের শহর বা উন্মুক্ত এলাকায় আঘাত করেছে।

    সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, নাহারিয়ায় মারাত্মক রকেট হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।

    এই হামলার আগে কয়েক ঘণ্টা আগে হাইফা শহরতলিতে বাচ্চাদের একটি কিন্ডারগার্টেনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।  অবশ্য এই হামলায় কেউ হতাহত হয়নি কারণ উদ্ধারকর্মীরা হামলার আঘাতের কয়েক সেকেন্ড আগে বাচ্চাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়।