Skip to content

ভয়াবহ ব্যাটিং ধসের দায় নিচ্ছেন অধিনায়ক শান্ত

    ভয়াবহ ব্যাটিং ধসের দায় নিচ্ছেন অধিনায়ক শান্তprothomasha.com

    ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। যদিও একসময় মনে হচ্ছিল সহজ জয় পাচ্ছে শান্তবাহিনী। দুই উইকেটে ১২০ রান তুললেও হঠাৎ খেই হারিয়ে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে অলআউট বাংলাদেশ। মাত্র ২৩ রানের মধ্যে বাংলাদেশ হারায় শেষ ৮ উইকেট। অবিশ্বাস্যই বলা যায়! এ জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে এল আফগানরা।

    ম্যাচ শেষে আফগানিস্তানের ব্যাটসম্যানদের প্রশংসা করে শান্ত বলেন, ‘প্রথম ১৫–২০ ওভার আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝের ওভারগুলোয় নিজেদের পরিকল্পনা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। নবী দারুণ ব্যাটিং করেছে। আমাদের খুব বেশি আক্রমণাত্মক হওয়ার প্রয়োজন ছিল না। উইকেট বোলারদের যথেষ্ট সহায়তা করেছে। কিন্তু শহীদি ও নবী খুবই ভালো ব্যাটিং করেছে।’

    শারজায় দলের এমন ধসের দায় নিজের কাঁধেই নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার উইকেটটাই পার্থক্য গড়ে দিয়েছে। আমি সেট ব্যাটার এবং তারপর মিরাজ, এমনকি সৌম্য…আমরা সবাই ৩০ থেকে ৪০-এর ঘরে রান করে আউট হয়েছি। এমন কন্ডিশনে আপনাকে অনেক দীর্ঘ সময় ব্যাটিং করতে হবে।’

    সিরিজের প্রথম ওয়ানডেতে ২৩৬ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের স্কোর একটা পর্যায়ে ছিল ২৫.৪ ওভারে ২ উইকেটে ১২০ রান। হাতে তখনো ৮ উইকেট। ওভারপ্রতি প্রয়োজনীয় রানরেট ৪.৭৭। সেই সময় মোহাম্মদ নবীর বলে সুইপ করতে গিয়ে আউট হলেন শান্ত। ব্যক্তিগত ৪৭ রান করে বাংলাদেশ অধিনায়ক আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইনিংস। ২৩ রানে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানেই শেষ বাংলাদেশ। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটাররাও এক অঙ্কের ঘরে আউট হয়েছেন।

    বাংলাদেশের ব্যাটিং ধসের মূলে আফগান স্পিনার ঘাজনফারের দুর্দান্ত বোলিং। ১৮ বছর বয়সী ডানহাতি স্পিনার মাত্র ৬.৩ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। ঘাজনফারকে নিয়ে শান্ত বলেছেন, ‘আফগানিস্তান সব সময়ই বৈচিত্র্যপূর্ণ স্পিনার পেয়ে থাকে। ঘাজনফারও সেভাবে তৈরি হয়ে এসেছে। বেশ ভালো বোলিং করেছে। আমাদের প্রস্তুতি ভালো ছিল। কিন্তু দিনটা আমাদের ছিল না। আশা করছি আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াব।’

    পরের ম্যাচের প্রত্যাশার প্রসঙ্গে শান্ত বললেন, প্রস্তুতির ঘাটতি তিনি দেখেন না। সিরিজে ফেরার আশাও তার প্রবল। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রস্তুতি দুর্দান্ত ছিল আমাদের, আজকের দিনটি আমাদের ছিল না। আশা করি, পরের ম্যাচে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারব।’

    সিরিজে দ্বিতীয় ম্যাচটি শনিবার। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়।