Skip to content

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সময় দিতে রাজি আছে বিএনপি: ঢালী

    অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সময় দিতে রাজি আছে বিএনপি: ঢালীprothomasha.com

    বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার। আর এই ব্যবস্থাপনা করার জন্য যে সময় দরকার সেই সময় দিতে চায় বিএনপি। অন্তর্বতীকালীন সরকারের ওপর বিএনপির আস্থা আছে। তাই নির্বাচনের জন্য সময় দিতে রাজি আছে বিএনপি।

    আজ শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে লালপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    বিএনপি নেতা ঢালী আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে তাদের দেশ মনে করে না। তাদের মাতৃভূমি হচ্ছে ভারত। পচাত্তরে তারা দেশ ছেড়ে পালিয়েছিলেন এবারও তারা দেশ ছেড়ে ভারত পালিয়েছেন। বিএনপি নেতাকর্মীরা ঝড়-বৃষ্টি, হামলা-মামলা উপেক্ষা করে এদেশেই রয়েছে।

    তিনি বলেন, ‘আমি বিএনপির কর্মী ছিলাম বলে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাকে হত্যা মামলা দিয়েছিল, গাড়ি ভাঙচুর করা হয়েছে, বাড়িতে আসতে দেয় নাই, আমি আমার বাবা মায়ের কবর জিয়ারত করতে পারি নাই, কারাগারে আমাকে নির্মম অত্যাচার করেছে।’

    সময়মত নির্বাচন হবে উল্লেখ করে ঢালী বলেন, ‘বিএনপি এখন তাকিয়ে আছে নির্বাচনের দিকে। দেশকে যদি সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। অন্তবর্তীকালীন সরকারের এখন প্রদান কাজ হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা স্থানান্তর করা। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি বিএনপির শতভাগ আস্থা আছে, আমরা বিশ্বাস করি সময় হলেই নির্বাচন দিবেন।’

    স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি করে তাদের দলে কোনো স্থান নাই। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সুন্দর ও সমৃদ্ধিশালী দেশ।’

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রাফির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম সরকার, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, নিউমার্কেট থানা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সরদার, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী প্রমুখ।