Skip to content

বিয়ের কারণে হেলসের বিপিএলে খেলা নিয়ে শঙ্কা

    বিয়ের কারণে হেলসের বিপিএলে খেলা নিয়ে শঙ্কা prothomasha.com

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি ভিত্তিতে চুক্তি করেন অ্যালেক্স হেলস। তবে বিয়ের কারণে চুক্তি স্থগিত করছেন ইংলিশ এই ওপেনার। আসরে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।ঢাকা ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, হেলসের সঙ্গে মাত্র ৫ ম্যাচের চুক্তি হচ্ছে তাদের। তবে এক সপ্তাহ পার না হতেই পাল্টে গেছে পরিস্থিতি। বিয়ে উপলক্ষে সেই চুক্তিটি স্থগিত রাখছেন তিনি। জীবনের নতুন অধ্যায়ের জন্য তাকে শুভকামনা জানিয়েছে ঢাকা।

    এ নিয়ে ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ ফেসবুকে লিখেন, ‘ঢাকা ক্যাপিটালসের মূল শক্তি ফ্র্যাঞ্চাইজিটির ভক্ত ও সমর্থকরা। আমরা সব সময় আপনাদের প্রত্যাশা পূরনে সর্বাত্মক চেষ্টা করে আসছি। ঢাকা ক্যাপিটালস বিদেশী কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সামাজিক মাধ্যমে ঘোষণা দেয়৷ তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্ততার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন।’

    ‘আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকলো। আমরা জানি, আপনারা সবসময় আমাদের পাশে থাকেন এবং আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনে শক্তিশালী দল গঠনের চেষ্টা চালিয়ে যাবো। ধন্যবাদ আপনাদের নিরন্তর সমর্থনের জন্য।’

    গতকালই ঢাকা সরাসরি চুক্তিতে থিসারা পেরেরাকে দলে ভিড়িয়েছে। এবারের বিপিএলে পুরো আসরেই খেলবেন লঙ্কান এই অলরাউন্ডার। আর দেশি ক্রিকেটারদের মধ্যে কদিন আগেই মোস্তাফিজুর রহমানকে দলে নেয় ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে যোগ দিচ্ছেন তানজিদ হাসান তামিমও।

    এদিকে বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও সরাসরি চুক্তি করছে ঢাকা। সবকিছু ঠিক থাকলে বিপিএলের ঢাকা পর্ব খেলতে আসবেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। তারকায় ঠাসা দল সাজাতে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এবং আসিফ আলীর সঙ্গেও কথা বলছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। যদিও তাদের দুজনের আসার বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়।