Skip to content

বেনাপোল দিয়ে ভারতে গেল যত কেজি ইলিশ

    বেনাপোল দিয়ে ভারতে গেল যত কেজি ইলিশ prothomasha.com

    গত ১১ দিনে বেনাপোল বন্দরে দিয়ে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। ২০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৬৮টি ট্রাকে করে এই ইলিশের চালান ভারতে পাঠায়।দুর্গাপূজা উপলক্ষে ২৪ লাখ ২০ হাজার কেজি ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। মোট ৪৯টি প্রতিষ্ঠানকে ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়।

    বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সবশেষ গতকাল শনিবার রাতে ১১টি ট্রাকে করে ৩৬ হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ১১ দিনে শুধু বেনাপোল দিয়ে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

    প্রতিকেজি ইলিশ রপ্তানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ১৮০। যেখানে মোট ডলার আসে ৫৩ লাখ ২০ হাজার। যা বাংলাদেশি টাকায় ৬২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার।