প্রথম মাসের বেতনের পুরো টাকা ত্রাণ তহবিলে দিয়ে কথা রাখলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। সম্প্রতি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে এক ফেসবুক পোস্টে তিনি ঘোষণা দিয়েছিলেন তার প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিবেন। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রথম মাসের বেতন জমা দিয়ে সেই কথাই রাখলেন আসিফ মাহমুদ।গতকাল রবিবার রাত পৌনে ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বেতন ত্রাণ তহবিলে দেওয়ার কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, ‘আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব। বর্তমানে শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে।’
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব দুর্যোগ মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সব দুর্যোগ-সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানাই।