Skip to content

উইকেটে ঝড় তোলা মায়াঙ্ককে নিয়ে ভারতের দল

    উইকেটে ঝড় তোলা মায়াঙ্ককে নিয়ে ভারতের দল prothomasha.com

    বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন গত আইপিএল গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদব। এছাড়া দীর্ঘ দিন পরে ডাক পেলেন স্পিনার বরুণ চক্রবর্তী।মূলত এই দলে তরুণ ক্রিকেটারদের বেছে নেওয়া হয়েছে। সুযোগ পেয়েছেন রিয়ান পরাগ, হর্ষিত রানা, নীতীশ রেড্ডির মতো আইপিএলে ভালো খেলা ক্রিকেটাররা।

    স্পিনার বরুণ গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করতে ১৫টি ম্যাচে ২১টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট আটের আশেপাশে। ফলে খুব খারাপ পারফরম্যান্স নয়। ঘরের মাঠে তার স্পিনের কার্যকারিতার কথা ভেবেই বেছে নেওয়া হয়েছে বরুণকে।

    লখনৌ সুপার জায়ান্টসের বোলার মায়াঙ্ক যাদব গত আইপিএলে একটানা দেড়শো কিলোমিটারের ওপর বল করে হইচই ফেলে দিয়েছিলেন। তবে বেশি দিন টানতে পারেননি। চোট পান। সেই চোট সারাতে অনেক দিন ধরেই পড়ে রয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। ফিটনেসের ছাড়পত্র পাওয়ার পরেই তাঁকে দলে নেওয়া হয়েছে।

    এদিকে টেস্ট দলের কাউকেই টি-টোয়েন্টিতে নেওয়া হয়নি। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থের মতো সব তরুণ ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়া হয়েছে। সম্পূর্ণ নতুন দল বেছে নেওয়া হয়েছে টি-টোয়েন্টির জন্য।

    আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ ৯ অক্টোবর দিল্লিতে। আর ১২ অক্টোবর হায়দরাবাদে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

    ভারতের দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আরশদীপ সিংহ, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব।