ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি অফিসের কাজের জন্যও খুব গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ। তবে প্রায় প্রায়ই অপরিচত নম্বর থেকে আসা কল বা মেসেজ হয়ে দাঁড়ায় বিরক্তির কারণ। অনেক দিন ধরেই এই ধরনের নম্বর ব্লক করার ফিচার চাইছিলেন ব্যবহারকারীরা। অবশেষে হোয়াটসঅ্যাপ ঘোষণা দিয়েছে ফিচারটি নিয়ে আসার। এর বিটা ভার্সনে এমন ফিচার আসছে, যেখানে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিতে বেশি জোর দেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে অ্যান্ড্রয়েডের ২.২৪ .১৭ .২৪ ভার্সনে নতুন ফিচারটি যোগ করা হচ্ছে বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ আপডেট করলে নতুন ফিচারটি মিলবে। তবে অ্যান্ড্রয়েডের এই ভার্সনে সকলের ফোনে ফিচারটি আপডেট হয়েছে কি না তা এখনও নিশ্চিত করে জানায়নি হোয়াটসঅ্যাপ। খুব তাড়াতাড়ি সকলেই এই ফিচারের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
ফিচারটি পেতে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট করুন। হোয়াটসঅ্যাপের উপরে ডান দিকে ‘থ্রি ডট’ মেন্যুতে যান। সেখান থেকে ‘সেটিংস’ অপশনে ক্লিক করুন। এবার ‘প্রাইভেসি’ অপশনে যান। সেখান থেকে যেতে হবে ‘অ্যাডভান্সড’ অপশনে। আপনার ফোনের বিটা ভার্সনে যদি ফিচারটি যোগ হয়ে থাকে, তা হলে ‘ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ’ অপশনটি দেখতে পাবেন। এটিতে ক্লিক করলেই অজানা নম্বর থেকে মেসেজ আসা বন্ধ হবে।