Skip to content

কানপুর টেস্ট: ভেস্তে গেল প্রথম সেশনের খেলা

    বৃষ্টির কারণে যে দুশ্চিন্তায় শান্ত prothomasha.com

    কানপুরে সকাল থেকে বৃষ্টি না থাকলেও আজ রবিবার তৃতীয় দিনের প্রথম সেশনে খেলা হচ্ছে না। মাঠকর্মীরা মাঠ শুকানোর কাজে ব্যস্ত। আম্পায়াররা আবার মাঠ পরিদর্শন করবেন বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়।বৃষ্টি না থাকায় উইকেট ছাড়া মাঠের বাকি অংশের কাভার সরিয়ে ফেলা হয়েছে। মাঠ শুকানোর জন্য কাজ চলছে।

    কানপুরে বৃষ্টির বাগড়ায় প্রথম দিনে খেলা হয়েছিল ৩৫ ওভার। তাতে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুমিনুল ও মুশফিক। ৪০ রানে অপরাজিত মুমিনুল। ৬ রানে অন্য প্রান্তে অপরাজিত মুশফিক।

    এদিকে প্রতিকূল আবহাওয়ায় কারণে দ্বিতীয় দিন পুরোটাই পরিত্যক্ত হয়। তৃতীয় দিনও আজ সকালের সেশনটা ভেস্তে গেছে।চেন্নাইতে প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক ভারত।