Skip to content

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে সিরিজ সমতায় ইংল্যান্ড

    অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে সিরিজ সমতায় ইংল্যান্ড prothomasha.com

    প্রথম দুই ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল অস্ট্রেলিয়া। তবে শেষ দুই ম্যাচে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যারি ব্রুকের অনন্য ব্যাটিংয়ে সিরিজে ফিরেছে ইংলিশরা। গতকাল পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে অজিদের ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এ জয়ে সিরিজে ২-২ সমতা আনল ইংল্যান্ড।

    লর্ডসে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ৩৯ ওভারে নেমে আসে। যেখানে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩১২ রান করে। জবাবে ২৪.৪ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

    অথচ ৩১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা কী দারুণই না করেছিল অস্ট্রেলিয়া। ৮.৪ ওভারে দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড মিলে ৬৮ রান তোলেন। কিন্তু এরপরই ম্যাথিউ পটস, জোফরা আর্চার ও ব্রেডন কার্সদের তোপ শুরু হয়। অধিনায়ক মার্শ ২৮ ও হেড ৩৪ রানে ফেরেন। কিন্তু এরপর আর কোনো ব্যাটারই ২০ রান করতে পারেননি।পটস ৪টি উইকেট পান। কার্স নেন ৩টি উইকেট। আর আর্চার ২টি উইকেট দখল করেন।

    টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বেন ডাকেট, ব্রুক ও লিয়াম লিভিংস্টোনের ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। ব্রুক ৫৮ বলে ১১টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৮৭ রান করেন। লিভিংস্টোন মাত্র ২৭ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন। আর ডাকেট ৬২ বলে ৬৩ করেন।অজি বোলারদের মধ্যে ২টি উইকেট পান অ্যাডাম জাম্পা