চেন্নাইয়ের চিপকে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেয়েছে স্বাগতিক ভারত। এই জয়ে সবচেয়ে বড় অবদান চেন্নাইয়ের ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিনের। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। ভারতের হয়ে ধারাবাহিকভাবেই এমন পারফর্ম করে আসছেন অশ্বিন।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে পাঁচ শ’র বেশি উইকেট আছে অশ্বিনের। যা ভারতীয়দের মধ্যে অনিল কুম্বলের পর দ্বিতীয় সর্বোচ্চ। এই সংস্করণে ৬টি সেঞ্চুরিও আছে এই তারকার। একজন সত্যিকারের অলরাউন্ডার হিসাবে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন অশ্বিন, যার ওপর দল বিপদের মুখেও নির্ভর করতে পারে। তবে ব্যাটারদের দাপটওয়ালা ভারতে এমন নির্ভরতা সহজ ছিল না। সেই জায়গাটি নিজেই তৈরি করে নিয়েছেন অশ্বিন। চেন্নাই টেস্টে ধারাভাষ্যের দায়িত্বে থাকা বাংলাদেশি ওপেনার তামিম ইকবালও বললেন অশ্বিনের গুরুত্বের কথা।
ভারতের তারকা দুই ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে একই পাল্লায় অশ্বিনকে মেপেছেন তামিম, ‘সে যা করেছে তা দুর্দান্ত, সে একজন পূর্ণ ব্যাটারের মতো ব্যাটিং করেছে। আমি অন্য দেশ থেকে এসেছি। আমি সবসময় যা শুনি বিরাট কোহলি কিংবা রোহিত শর্মাদের নাম কিন্তু আমার চোখে রবিচন্দ্রন অশ্বিন তাদের সমানই গুরুত্বপূর্ণ।’
চেন্নাই টেস্টের পর অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ভারতের অধিনায়ক রোহিতও। শুধু বোলিং নয়, অশ্বিনের ব্যাটিংকেও প্রশংসায় ভাসিয়েছেন রোহিত, ‘আপনার বলা কথার চেয়ে একধাপ এগিয়ে সে (অশ্বিন)। সে যা করে তার উত্তর দেওয়ার জন্য সে-ই উপযুক্ত ব্যক্তি। যতবারই আমরা তার দিকে তাকাই, ব্যাট হোক বা বল হোক সে সবসময় আমাদের জন্য আছে। এই দলের জন্য তার যা অবদান সেটা আমার এখানে কথা বলা দিয়েও ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রত্যেকবারই আমরা দেখি সে আসে এবং নিজের কাজটি করে, এটা সবসময়ই দারুণ। সে কখনো খেলার বাইরে থাকে না। সে সবশেষ প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট খেলেছে আইপিএলে এবং তারপর মজা হিসেবে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। আমরা তাকে সেখানে উপরের দিকে ব্যাটিং করতে দেখেছি এবং এটা তাকে ব্যাটিংয়ে ভালো করতে সাহায্য করেছে।’