Skip to content

দুই রেকর্ড গড়ে ইংলিশদের হুমকি দিয়ে রাখলেন ইংলিস

    দুই রেকর্ড গড়ে ইংলিশদের হুমকি দিয়ে রাখলেন ইংলিস prothomasa.com

    সদ্য সমাপ্ত স্কটল্যান্ড সিরিজে ফর্মের চূঁড়ায় ছিলেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস। ৩ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৯ বলে ১০৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংস খেলার পথে দুইটি রেকর্ড ভেঙেছেন ইংলিস।১০৩ রানের ইনিংস খেলার পথে ইংলিস সেঞ্চুরি পেয়েছেন মাত্র ৪৩ বলে। টি-টোয়েন্টিতে এটিই কোনো অস্ট্রেলিয়ানের দ্রুততম সেঞ্চুরি। এর আগের রেকর্ডেও ছিল ইংলিসের নাম। ২০২৩ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। একই বল খরচ করে সেঞ্চুরি পেয়েছিলেন অ্যারন ফিঞ্চ আর গ্লেন ম্যাক্সওয়েলও। 

    এই সেঞ্চুরি দিয়ে আরও একটি রেকর্ড গড়েছেন ইংলিস। উইকেটকিপার ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে সেঞ্চুরি করলেন তিনি। ভারতের বিপক্ষে গত বছর সেঞ্চুরি করা সেই ম্যাচে দলের মূল উইকেটকিপার ছিলেন না তিনি। সেই ম্যাচে উইকেটের পেছনে দায়িত্ব সামলেছেন ম্যাথু ওয়েড। স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ খেলার মূল কারণ ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি। ইংলিশদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই সিরিজ। ইংলিশদের বিপক্ষেও তাই অস্ট্রেলিয়ার বড় শক্তি ইংলিস।