চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া পথের হাট এলাকা মুহুর্মুহু গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় মুহুর্মুহু গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন জনসাধারণ। সড়কে থাকা মানুষ দিক-বেদিক ছুটতে থাকেন। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। ১৫-২০ মিনিটের মধ্যে পুরো জনশূণ্য হয়ে পড়ে নোয়াপাড়া পথের হাট এলাকা।নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা নোয়াপাড়া বসে কথা বলছিলাম। হঠাৎ মুহুর্মুহুর গোলাগুলি। প্রকম্পিত হয় পুরো এলাকা। আমরা দৌঁড়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাই। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ আঁচ করতে পারেনি।’
সূত্র মতে, শনিবার সন্ধ্যায় ৮-১০ জনের একটি দল পথেরহাটে (চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ওপর) অবস্থান নিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ সময় বাজারের আতঙ্কিত ব্যবসায়ীরা হুড়াহুড়ি করে দোকান বন্ধ করে দেয়। কিছুক্ষণের জন্য সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট এমন কাণ্ড ঘটিয়ে অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করে।শনিবার রাত সোয়া ৮টায় রাউজান থানার পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা গোলাগুলির ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এখন পথে আছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানানো হবে।’