Skip to content

ফের ৪ দিনের রিমান্ডে ইনু

    ফের ৪ দিনের রিমান্ডে ইনু prothomasa.com

    জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আবারও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন।

    এর আগে দুই দফায় ১২ দিনের রিমান্ডে ছিলেন তিনি। লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আসামি হিসেবে আজ তাকে রিমান্ডে নেওয়া হয়।আজ লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস মিয়া ৭ দিনের রিমান্ড আবেদন করেন।রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৮ জুলাই বিকেল ৬টায় আজিমপুর সরকারী আবাসিক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হাসানুল হক ইনুসহ এজাহারে উল্লেখিত আসামিদের সরাসরি নির্দেশনায়, পরিকল্পনায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে শান্তিপূর্ণ মিছিলের সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, রাবার বুলেট ও গুলি বর্ষণ করা হয়। এ সময় ঘটনাস্থলে ইফতি, জুবায়ের, তানভীর, ইসমাইলসহ অনেক নিরস্ত ছাত্র-জনতা আহত হয়। তাদের মধ্যে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।এর আগে নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গত ২৬ আগস্ট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর মোহাম্মদপুরে ট্রাক চালক সুজন হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।