Skip to content

ছিনতাইকারীদের বোমা হামলা ও অস্ত্রের আঘাতে যুবক আহত

    দুষ্কৃতিদের আগুনে ব্রাজিলে ভয়াবহ দাবানল prothomasha.com

    মেহেরপুরের গাংনীতে ছিনতাইকারীদের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে সাজাদুর রহমান (৩৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।আহত সাজাদুর রহমান নাটর জেলার বাগাদিপাড়া উপজেলার পাচারিয়া গ্রামের সেকেন্দার রহমানের ছেলে। তিনি গ্লোব ফার্মাসিটিক্যাল লিমিটেডের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন।

    স্থানীয়রা জানান, রাতে গাংনীর পলাশীপাড়া থেকে ভোমরদহ যাওয়ার পথে ছিনতাইকারিরা সাজাদুরের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা সাজাদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরে বোমা নিক্ষেপ করে মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা সাজাদুরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা অফিসার এমকে রেজা জানান, সাজেদুরের দুই হাতে অনেক ক্ষত সৃষ্টি হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বোমা হামলা ও ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ছিনতাইকারীদের ধরতে কাজ করছে পুলিশ।