বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে। স্বাগতিকদের দুই ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এবারের আগে তাদের বিপক্ষে কোনো টেস্ট ম্যাচ জয়েরও রেকর্ড ছিল না। ঐতিহাসিক এই মুহূর্তের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।আজ বুধবার সকালে প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে বিচারকাজ শুরুর পর তিনি এ অভিনন্দন জানান।
আপিল বিভাগের কার্যতালিকায় ১ নম্বরে থাকা মামলার শুনানির শুরুতে জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ বলেন, ‘মাই লর্ড, একটা খুশির খবর। পাকিস্তান ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।’ এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে অভিনন্দন।’
এর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিনন্দন জানিয়েছেন।পরে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দেশে ফেরার পর ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার।