আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আর এই গুরুত্বের কথা মাথায় রেখেই ‘ পাঠকদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসে এই দিনে’।আজ মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ইতিহাসের পাতায় ২৭ আগস্টের ঘটনাবলি:
১৭৮১ – পাল্লিলোরে হায়দার আলী ব্রিটিশ সৈন্যদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন।
১৭৮৯ – ফরাসি জাতীয় পরিষদে বিশ্বখ্যাত মানবাধিকার ঘোষণা।
১৮১৩ – ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়ন অস্ট্রীয়দের পরাজিত করেন।
১৮৭০ – শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রথম শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন।
১৮৮৩ – ইন্দোনেশিয়ায় বন্যা/জলোচ্ছ্বাসে ৩৬ হাজার প্রাণহানি ঘটে।
১৮৮৯ – প্রথমবারের মতো সেলুলয়েড রোল ফিল্ম প্রস্তুত করা হয়।
১৯১৬ – অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রোমানিয়া।
১৯২৮ – প্যারিসে ১৭টি দেশের যুদ্ধ পরিত্যাগ করার ঘোষণা চুক্তি স্বাক্ষর হয়।
১৯৩২ – আমস্টারডামে যুদ্ধবিরোধী শান্তি কংগ্রেস অনুষ্ঠিত হয়।
১৯৪২ – ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেসের গোপন বেতার কেন্দ্র কংগ্রেস রেডিও প্রচার শুরু করে।
১৯৫৮ – সোভিয়েত ইউনিয়ন দুটি কুকুরসমেত স্পুটনিক-৩ উৎক্ষেপণ করে।
১৯৬৯ – ইসরায়েলের কমান্ডোরা মিসরের অভ্যন্তরে প্রবেশ করে নীল উপত্যকায় মিসরীয় সেনাবাহিনীর সদর দপ্তরে মর্টার হামলা চালায়।
১৯৭১ – লন্ডনে বাংলাদেশ মিশন উদ্বোধন।
১৯৭৫ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় ওমান।
১৯৮৮ – প্রবল বন্যায় বাংলাদেশে শতাধিক প্রাণহানি ঘটে।
১৯৯১ – সোভিয়েত ইউনিয়নভুক্ত মোলদাভিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৯১ – ইউরোপিয়ান কমিউনিটি এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
আজ যাদের জন্মতারিখ:
৮৬৫ – আল রাযী, একজন দক্ষ পারসিক চিকিৎসক এবং দার্শনিক।
১৭৭০ – গেয়র্গ ভিলহেল্ম ফ্রিডরিখ হেগেল, একজন জার্মান দার্শনিক এবং জার্মান ভাববাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। ১৮৪৭ – নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, ভারতে ফুটবল খেলার জনক।
১৮৭১ – থিওডোর ড্রাইজার, একজন মার্কিন ঔপন্যাসিক ও সাংবাদিক।
১৮৭৪ – কার্ল বশ, একজন জার্মান রসায়নবিদ এবং প্রকৌশলী এবং রসায়নের নোবেল বিজয়ী। ১৯০৬ – এড গেইন, একজন মার্কিন দোষী সাব্যস্ত খুনী এবং লাশ ছিনতাইকারী।
১৯০৮ – স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান, ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত অস্ট্রেলীয় ক্রিকেট তারকা।
১৯০৮ – লিন্ডন বি. জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি।
১৯১৫ – নরম্যান ফস্টার র্যামজে, মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি ১৯৮৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন। ১৯১৬ – মার্থা রে, একজন মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেত্রী, ও গায়িকা।
১৯২৬ – ক্রিস্টেন নিগার্ড, নরওয়েজীয় গণিতবিদ, কম্পিউটার প্রোগ্রামিং ভাষা মুঘল ও রাজনীতিবিদ।
১৯৩১ – শ্রী চিন্ময়, বাঙালি মহাত্মা ও হিন্দুধর্মের সংস্কারক, লেখক, শিল্পী, কবি ও সংগীতজ্ঞ।
১৯৪১ – সেজারিয়া এভোরা, কেপ ভার্দে দ্বীপপুঞ্জের এক খ্যাতিমান সংগীতশিল্পী।
১৯৪৩ – টিউজডে ওয়েল্ড, আমেরিকান মডেল এবং অভিনেত্রী।
১৯৬৮ – ড্যাফনি কলার, ইসরায়েলি বংশোদ্ভূত আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং শিক্ষাবিদ।
১৯৭২ – দ্য গ্রেট খালি, একজন ভারতীয় পেশাদার মল্লযোদ্ধা, অভিনেতা ও প্রাক্তন পাওয়ারলিফটার।
১৯৭৪ – মোহাম্মদ ইউসুফ, পাকিস্তানের ক্রিকেটার।
১৯৭৬ – কার্লোস মোয়া, স্পেনীয় টেনিস খেলোয়াড়।
১৯৮৬ – জেবাস্টিয়ান কুর্ৎস, একজন অস্ট্রীয় রাজনীতিবিদ।
১৯৮৮ – অ্যালেক্সা পিনাভেগা, একজন মার্কিন অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী।
১৯৯০ – লুক ডে ইয়ং, ডাচ ফুটবলার।
১৯৯৭ – লুকাস পাকেতা, ব্রাজিলিয়ান ফুটবলার।
আজ যাদের মৃত্যু হয়:
১৯৫৮ – আর্নেস্ট লরেন্স, আমেরিকান পদার্থবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৬৩ – ডব্লিউ. ই. বি. ডিউ বয়স, আমেরিকান সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ, নাগরিক অধিকার কর্মী।
১৯৬৫ – ল্য করব্যুজিয়ে, সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ।
১৯৭৫ – হাইল স্যালেসি, ইথিওপিয়ান সম্রাট।
১৯৭৬ – মুকেশ চন্দ মাথুর, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের সংগীত শিল্পী।
১৯৭৬ – মাউন্টব্যাটেন।
১৯৭৯ – লর্ড লুই মাউন্টব্যাটেন, ব্রিটিশ নৌবাহিনী অফিসার ও রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মামা।
১৯৮২ – শ্রী আনন্দময়ী মা ,ভারতের বাঙালি হিন্দু আধ্যাত্মিক সাধিকা।
১৯৯০ – তপোবিজয় ঘোষ, বিশিষ্ট বাঙালি সাহিত্যিক।
২০০৬ – হৃষিকেশ মুখার্জী হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত ভারতীয় বাঙালি পরিচালক।
২০১৯ – নিমু ভৌমিক, ভারতীয় বাঙালি অভিনেতা ও রাজনীতিবিদ।