Skip to content

বুরকিনা ফাসোতে জঙ্গি হামলা, নিহত ২০০

    বুরকিনা ফাসোতে জঙ্গি হামলা, নিহত ২০০ prothomasha.com

    পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী জামাত নুসরাত আল-ইসলাম (জেএনআইএম)। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছেন স্থানায়ী কর্মকর্তা।

    গত শনিবার দেশটির কায়া শহরের প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) উত্তরে অবস্থিত বারসালোঘো অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা ফাঁড়ি রক্ষার জন্য খননকারী লোকজনের ওপর গুলি চালায় জঙ্গিরা। অস্ত্র ও একটি সামরিক অ্যাম্বুলেন্স লুট করে নিয়ে যায় হামলাকারীরা।আল জাজিরার নিকোলাস হক জানান, জেএনআইএম হামলার পরের ভয়াবহ ভিডিও পোস্ট করেছে। তিনি বলেন, ‘আমরা দেখেছি, নারী-পুরুষ এবং শিশুরা যেই পরিখা খনন করছিল, তারা এর ভেতরে মরে পড়ে আছে। কার্যত এটি তাদের গণকবরে পরিণত হয়েছে। ’

    বুরকিনা ফাসোতে গত এক দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র গোষ্ঠীগুলো হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং ২০ লাখেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে।নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) তথ্য বলছে, সহিংসতায় গত বছর বুরকিনা ফাসোতে ৮ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যা আগের বছরের মৃত্যুর তুলনায় দ্বিগুণ