Skip to content

রিয়াল শিবিরে বড় ধাক্কা

    রিয়াল শিবিরে বড় ধাক্কা prothomasha.com

    নতুন মৌসুমের শুরুতেই ইনজুরিতে পড়লেন জুড বেলিংহাম। যা বড় ধাক্কা হয়েই এলো রিয়াল মাদ্র্রিদের জন্য। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের আগে চোটে পড়লেন ইংলিশ মিডফিল্ডার। আগামীকাল তাকে ছাড়াই হয়তো মাঠে নামতে হবে রিয়ালকে।গতকাল অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন ২১ বছর বয়সী বেলিংহাম। সংবাদ সম্মেলনে ইংলিশ মিডফিল্ডারের চোটের খবরটি দিয়েছেন রিয়াল মাদ্রিদ প্রধান কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু পরের ম্যাচে শিষ্যকে মাঠে নামাতে পারবেন কিনা এ বিষয়ে পরিষ্কার কিছু বলেননি ইতালিয়ান কোচ।

    আনচেলত্তি শুধু ছাত্রের চোটের খবরটিই দিয়েছেন, ‘বেলিংহাম চোট পেয়েছে, ওর অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।’ এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, বেলিংহামের চোট ডান পায়ের পেশিতে। কিন্তু তার ইনজুরির গভীরতা নির্ণয় করা যায়নি। কাজেই পুরোপুরি ফিট হয়ে উঠতে বেলিংহামের কত দিন সময় লাগবে এ বিষয়ে ধোঁয়াশা থেকেই গেল।

    লা লিগায় অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ২৩ গোল করেন বেলিংহাম। এ ছাড়া সতীর্থদের দিয়ে করান আরও ১৩টি গোল। স্প্যানিশ জায়ান্টদের হয়ে প্রথম মৌসুমে দ্বিমুকুটের স্বাদ পেয়েছেন ইংলিশ সেনসেশন। উয়েফা সুপার কাপের শিরোপা জিতে নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু লা লিগায় শুরুটা ভালো হয়নি তাদের। প্রথম ম্যাচে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা।