বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, গণঅভ্যুত্থান করেছেন, এবার সেই গণঅভ্যুত্থান রক্ষা করার পালা। আজ শাহবাগে দেখা হচ্ছে ৷ রাজপথ শুধু আমাদের দখলে থাকবে।আজ বুধবার দুপুর ২টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। ফেসবুকে সারজিস আলম লেখেন, ‘গণঅভ্যুত্থান করেছেন ৷ এবার সেই গণঅভ্যুত্থান রক্ষা করার পালা ৷ শকুনদের কালো ছায়া মুছে ফেলার সময় এখনই ৷ আজ বিকাল ৪টা ৩০ মিনিটে শাহবাগ আবার কাঁপবে স্লোগানে স্লোগানে ৷ দেখা হচ্ছে৷
এর ২২ মিনিট পর আরেকটি স্ট্যাটাস দেন সারজিস আলম। সেখানে তিনি লেখেন, ‘স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থী বন্ধুরা ; আজ শাহবাগে দেখা হচ্ছে ৷ রাজপথ শুধু আমাদের দখলে থাকবে। এর আগে বিসিএসের প্রশ্ন ফাঁসকারীদের সর্বোচ্চ শাস্তি চান সারজিস আলম। তিনি ফেসবুকে বলেন, ‘একটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাশ করা যে কতটা অক্লান্ত পরিশ্রম ও সৌভাগ্যের বিষয় তা শুধু তারাই জানে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল এবং যারা সেই প্রশ্নগুলো কিনেছে সে সকল কালপ্রিটদের তথ্য নিয়ে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া ও শাস্তির আওতায় আনা হোক।’