ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সমাপ্তি হয়েছে প্রায় ৯ মাস হলো। কিন্তু এখনও সেই টুর্নামেন্টের জন্য পাওনা অর্থ বুঝে পাননি বাংলাদেশি ক্রিকেটাররা। গত রবিবার মিরপুরে এমননই এক দাবি করেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
তিনি জানান, চুক্তি অনুযায়ী ১৫ দিনের মধ্যে এই অর্থ বুঝিয়ে দিতে হয়। দেবব্রত বলেন, ‘ক্রিকেট অপারেশনস এখন যেটা আছে ক্রিকেটারদের। আপনারা কি জানেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে। সেই ওয়ানডে বিশ্বকাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে চুক্তি থাকে ১৫ দিনের মধ্যে টাকা দেওয়ার কথা। এটা খেলোয়াড়দের মধ্যে বণ্টন হয় সেই টাকা এখনো পর্যন্ত খেলোয়াড়দের দেওয়া হয়নি।’যদিও বিসিবি এই অভিযোগ অস্বীকার করেছে। তারা এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘বিসিবি স্পষ্ট করতে চায় য, ইচ্ছাকৃত বা বোর্ডের অবহেলার কারণে (প্রাইজমানি দিতে) বিলম্ব হচ্ছে, বিষয়টি এমন নয়। মূলত ক্রিকেট বিশ্বকাপের মতো আন্তর্জাতিক বড় ইভেন্ট শেষ হওয়ার পর আইসিসির কাছ থেকে সে টাকা পেতে কয়েক মাস লেগে যায়।’বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ শেষ হয়েছে নভেম্বরে। এরপর বিসিবি দ্রুতই আইসিসির কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে। তবে কর সংক্রান্ত ও অন্যান্য সমস্যার কারণে টাকা বিতরণ প্রক্রিয়ায় বিলম্ব হয়েছে। এ ধরনের প্রশাসনিক বাধা যে শুধু বিসিবির জন্য, এমন নয়। অন্য অংশগ্রহণকারী দেশগুলোও এটির সম্মুখীন হয়েছে।’
এদিকে বিসিবি এটাও জানিয়েছে, সকল আনুষ্ঠানিকতা আপাতত শেষ। কয়েক সপ্তাহের মধ্যে প্রাইজমানি পাওয়ার আশা করছে তারা।বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে। ছাত্র আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর অনেকেই নিজেদের প্রতি হওয়া বৈষম্যের কথা বলেছেন।এর আগে দেবব্রত বলেন, ‘আম্পায়ার্স কমিটিসহ ক্রিকেট বোর্ড তারা যে ব্যবস্থাপনা ও পেশাদারিত্ব ছিল…। এরপরও আমি যেটা বললাম, ক্রিকেটে একটা ভদ্রলোকের খেলা। কিন্তু কোনো প্রকার ভদ্র আচরণ এখানে ছিল না। আম্পায়ার ডিপার্টমেন্টে আগের চেয়ারম্যান দেখেন বর্তমান দেখেন আজকে মোর্শেদ আলী খান ইন্টারন্যাশনাল প্যানেলে গিয়েছে। আমরা কি জানি সে এখনো পর্যন্ত বিসিবির চুক্তিতে নেই। এমন একটা বৈষম্যের শিকার করা, এগুলো কখনো হতে পারে না।’