ম্যানচেস্টার ইউনাইটেডকে রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। মূল ম্যাচে ১-১ গোলে সমতা থাকার পর ৭-৬ ব্যবধানে এফএ কাপ চ্যাম্পিয়নদের হারায় প্রিমিয়ার লিগের শিরোপাধারী সিটি।শনিবার ওয়েম্বলিতে ৮২তম মিনিটে আলহান্দ্রো গারনাচো ইউনাইটেডকে এগিয়ে নেন। জয়ের আশায় থাকা দলটিকে শেষ সময়ে স্তব্ধ করে দেন বের্নার্দো সিলভা। ৮৯তম মিনিটে গোল করে ম্যাচ নিয়ে যান তিনি টাইব্রেকারে।
সিটি ২০১৯ সালের পর কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন হলো। এরপর টানা তিনবার হারের তেতো স্বাদ পায় তারা; ২০২১ সালে লেস্টার সিটি, ২০২২ সালে লিভারপুল ও গত মৌসুমে আর্সেনালের বিপক্ষে। এবার অপেক্ষার অবসান ঘটাল সিটি।
অবশ্য এদিন টাইব্রেকারে শুরুটা ভালো হয়নি সিটির। ইউনাইটেডের প্রথম শটে ব্রুনো ফের্নান্দেস জালের দেখা পেলেও সিলভার শট ঠেকিয়ে দেন আন্দ্রে ওনানা। জ্যাডন স্যানচোর নেওয়ার চতুর্থ শটটি থামিয়ে চাপে থাকা সিটি শিবিরে স্বস্তি ফেরান এদেরসন।এরপর আরও কিছুক্ষণ চলতে থাকে পেনাল্টি শুটআউট। অষ্টম শটটি নিতে এসে বল লক্ষ্যেই রাখতে পারেননি জনি ইভান্স। কিন্তু মানুয়েল আকাঞ্জির কোনো ভুল করেননি। বল জালে পাঠিয়ে সিটিকে উল্লাসে ভাসান সুইজারল্যান্ডের এই ডিফেন্ডার।