প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পর এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজ শনিবারের মধ্যে তারা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছেন।পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া ৫ বিচারপতি হলেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন।
এর আগে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করেন। আজ শনিবার বেলা আড়াইটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।এদিকে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে মো. আশফাকুল ইসলামের নাম শোনা যাচ্ছে। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি হিসেবে বর্তমানে দায়িত্বপালন করছেন।