Skip to content

বিএনপির সমাবেশ শুরু, স্লোগানে মুখরিত পুরো এলাকা

    বিএনপির সমাবেশ শুরু, স্লোগানে মুখরিত পুরো এলাকা prothomasa.com

    পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল নেমেছে। তীব্র রৌদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসেছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। নয়াপল্টন প্রকম্পিত করে তুলেছে তারা।বুধবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু করে বিএনপি। সভাপতিত্বের দায়িত্বে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শোনা যাচ্ছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ।মঙ্গলবার রাত থেকেই কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চ তৈরির কাজ শুরু করে বিএনপি। তবে সমাবেশস্থল ঘিরে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকেই উপস্থিত থাকতে দেখা যায়নি। যদিও এর আগে গত এক দশক ধরে দেখা গেছে দলটির কার্যালয় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রাখতো। এবার কোনো প্রকার বাধা-বিপত্তি ছাড়াই বিএনপি তাদের সমাবেশ চালিয়ে যাচ্ছে।

    সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা বলছেন, আগে সমাবেশে আসতে পথে-পথে বাধার সম্মুখীন হতাম। অনেক সময় হামলাও শিকার হতাম। এছাড়া সমাবেশস্থল থেকে কিংবা আসা-যাওয়ার পথ থেকে গ্রেপ্তার হওয়ার সম্ভবনা থাকতো। আজ সেই ভয় নেই। গত কয়েক দিন নিজ বাসা-বাড়িতে শান্তিতে ঘুমাতে পেরেছি। গ্রেপ্তারের ভয় ছিল না।এদিকে রাষ্ট্রপতির আদেশে মুক্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে সমাবেশস্থলের বিভিন্ন জায়গায়।এদিকে সমাবেশকে কেন্দ্র করে মাইক লাগানো হয়েছে রাজধানীর বিজয় নগর পানির ট্যাংকি পর্যন্ত। মঞ্চের মাইক থেকে বলা হচ্ছে- আজ আমরা মুক্ত। বিজয় অর্জন করেছি। এখন অনেক সুযোগ সন্ধানী দলে ভিড়তে চাইবে। নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে। এটা হতে দেওয়া যাবে না।