পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। এ সময় আওয়ামী লীগের একটি মোটরসাইকেল বহর এগিয়ে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলে আন্দোলনকারীরা ভাঙচুর করেন। পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করেন।আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর ফিলিং স্টেশনের সামনে থেকে মিছিল বের করেন ছাত্র-জনতা। পরে তারা পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে জড়ো হন তারা। এরপরেই আওয়ামী লীগ ও ছাত্র-জনতার সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্র-জনতা প্রায় এক ঘণ্টা সমাবেশ করার পর বিক্ষোভ মিছিল নিয়ে পুনরায় বাস স্ট্যান্ড থেকে সিও অফিস হয়ে শহরের দিকে প্রবেশ করে। এতে সাধারণ শিক্ষার্থী ছাড়াও নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার শত শত মানুষ অংশ নেন। এরপর মিছিলটি সরকারি মহিলা কলেজের সামনে থেকে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা শতাধিক মোটরসাইকেলসহ মিছিলকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীরা ইট নিক্ষেপ শুরু করলে ছাত্রলীগ কর্মীরা সেখান থেকে পালিয়ে যান, রাস্তার দুই পাশে রাখা প্রায় অর্ধশত মোটরসাইকেল ভাঙচুর করেন আন্দোলনকারীরা। এ সময় ৫ জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।এদিকে দুপুরের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন।দুপুর ৩টায় সর্বশেষ জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা শহরের পুরাতন বাসস্টান্ড এলাকায় অবস্থান নিয়েছ্নে। আওয়ামী লীগ নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক বন্ধ করে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন।