Skip to content

সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কারফিউ জারি

    সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কারফিউ জারি prothomasa.com

    কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে গেছে পুরো দেশ। এমন পরিস্থিতিতে আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার।আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

    উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করা হয়। সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত ২২ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পর্যায়ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। এ ছাড়া শুধুমাত্র ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় কারফিউ বহাল রাখে সরকার।সর্বশেষ গত বুধবার থেকে গতকাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থাৎ ১৩ ঘণ্টা কারফিউ শিথিল ছিল। আজ রবিবার থেকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে গতকাল জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।