ফুটবল মাঠে রেফারির কোনো সিদ্ধান্তে নাখোশ ফুটবলাররা ঘিরে ধরছেন তাকে বা কিছুক্ষেত্রে রেফারির সঙ্গে তুমুল তর্কে-বিতর্কেও জড়াতে দেখা যায় তাদের। নিজ দলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত গেলেই ফুটবলাররা এমন করে থাকেন। তবে স্প্যানিশ লা লিগায় আর সেই সুযোগ থাকছে না।স্প্যানিশ রেফারিদের সভায় সিদ্ধান্ত হয়েছে, লা লিগায় খেলা চলাকালে রেফারিকে ঘিরে ধরতে পারবেন না ফুটবলাররা। রেফারির সঙ্গে কথা বলার এখতিয়ার একমাত্র ওই দলের অধিনায়ক। কেউ এই সিদ্ধান্ত না মানলে দেখানো হবে হলুদ কার্ড।
অবশ্য ফুটবল মাঠে এমন নিয়ম নতুন কিছু নয়। সদ্য সমাপ্ত ইউরো চ্যাম্পিয়নশিপেই এমন নিয়ম কার্যকর করেছেন ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। চলমান প্যারিস অলিম্পিকেও এমন নিয়মই আছে। কিছুদিন আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও জানিয়েছিলেন, অলিম্পিকে রেফারি তার সিদ্ধান্তের ব্যাখ্যা কেবল দলের অধিনায়ককেই দেবেন। আগামী ১৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া লা লিগায় এই নিয়ম কার্যকর হচ্ছে। ওই দিন প্রথম ম্যাচে অ্যাথলেতিক ক্লাবের মুখোমুখি হবে হেতাফে। তার কিছুক্ষণ পর রিয়াল বেতিস নামবে গত মৌসুমে চমক দেখানো জিরোনার বিপক্ষে।