Skip to content

নিউইয়র্কের কিংপিন্স শোতে যমুনা গ্রুপ

    নিউইয়র্কের কিংপিন্স শোতে যমুনা গ্রুপ prothomasha.com

    মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অনুষ্ঠিত কিংপিন্স শো তে অংশ নিয়েছে যমুনা গ্রুপের আওতাধীন একাধিক প্রতিষ্ঠান। বিশ্বের অনেক দেশ ও অঞ্চলের পোশাকখাতের শীর্ষ প্রতিষ্ঠান এই শোতে অংশগ্রহণ করে।নিউইয়র্কের বাস্কেটবল শহরে গত ১৭ জুলাই দুইদিনব্যাপী কিংপিন্স শো শুরু হয়ে শেষ হয় ১৮ জুলাই। প্রদর্শনী চলাকালে যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন/অঙ্গপ্রতিষ্ঠান হুরাইন হাই-টেক ফেব্রিক্স লিমিটেড, গার্মেন্টস ইউনিট যমুনা ডেনিমস এবং যমুনা ডেনিমস উইভিং লিমিটেডের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।এই ধরণের প্রদর্শনীর মাধ্যমে যমুনা গ্রুপ তাদের মানসম্পন্ন পণ্যসমূহ আন্তর্জাতিক ক্রেতা সম্প্রদায় এবং খুচরা বিক্রিতাদের কাছে তুলে ধরে।এ প্রসঙ্গে যমুনা গ্রুপের পরিচালক ও হুরাইন এইচটিএফ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজলিন ইসলাম বলেন, ‘ডেনিম এবং নন ডেনিমের ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে আমরা কিংপিন্স শোতে যোগ দিতে পেরে খুবই রোমাঞ্চিত।’এদিকে হুরাইন এইচটিএফ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার রাজিথা ওয়েরাথুঙ্গা জানান, ‘এই কোলাবোরেশন আমাদের উভয় কোম্পানির জন্য কল্যান বয়ে আনবে। স্থায়িত্ব, উদ্ভাবনী প্রযুক্তিসহ অন্যান্য ক্ষেত্রে অসাধারণ কিছু কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ উল্লেখ্য, বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান যমুনা গ্রুপ স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭২ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের হাত ধরে টেক্সটাইল ব্যবসার মাধ্যমে যমুনা গ্রুপ তার ব্যবসায়িক যাত্রা শুরু করে।টেক্সটাইল সহ অটোমোবাইলস, ইলেকট্রনিকস, লেদার, রিয়েল স্টেট, গণমাধ্যম, বেভারেজসহ প্রায় চল্লিশোর্ধ্ব অঙ্গ প্রতিষ্ঠান যমুনা গ্রুপের রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের জিডিপি বৃদ্ধিতে যমুনা গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইতোমধ্যে দেশ এবং বহির্বিশ্বে বিভিন্ন শিল্পের প্রসারে যমুনা গ্রুপ শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।