ওয়েস্ট ইন্ডিজকে টানা দুবার বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড ‘অর্ডার অব দ্য ক্যারিবিয়ান কমিউনিটি’ পুরস্কারে ভূষিত হয়েছেন। এটি ক্যারিবিয়ান অঞ্চলের সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার।ক্যারিবিয়ানরা লয়েডের অধিনায়কত্বে ১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্বকাপ জিতেছিল। তিনি আবার অঞ্চলটির হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ১’শ বেশি টেস্ট খেলেছেন। ৭৪টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে হার মাত্র ১২টি ম্যাচে।পুরস্কার প্রদান অনুষ্ঠানে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো বলেন, ‘এই পুরস্কার এমন একজন মানুষকে নিবেদন করা হল, যিনি কেবল ক্রিকেট খেলে উজ্জ্বল নন, ক্যারিবিয়ানদেরও নেতৃত্ব ও অনুপ্রেরণার উৎস। ক্রিকেটে ক্লাইভ লয়েডের অবদান অতুলনীয়।’লয়েড ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরে কোচ, নির্বাচক ও ম্যাচ রেফারির ভূমিকায় সমান উজ্জ্বল ছিলেন। তিনি ২০১৯ সালে নাইটহুড পদবিও পান।