Skip to content

এক্স হ্যান্ডেলে ১০০ মিলিয়ন ছাড়াল মোদির ফলোয়ার

    এক্স হ্যান্ডেলে ১০০ মিলিয়ন ছাড়াল মোদির ফলোয়ার prothomasha.com

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা সামাজিক যোগাযোগমাধ্যমে ধীরে ধীরে বেড়েই চলছে। বিশ্বের সব রাষ্ট্রনেতাকে টপকে এবার মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডেলে ১০০ মিলিয়ন ফলোয়ারের মালিক হলেন তিনি।এক্স (সাবেক টুইটার)’এ যুক্ত হওয়ার মাত্র ১৫ বছরের মাথায় বিশ্বের রাষ্ট্রনেতাদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ারের মালিক হলেন তিনি। তবে, এক্স হ্যান্ডেলে মোদির ফলোয়ারের সংখ্যা ১০০ মিলিয়ন পার করলেও মোদি নিজে ফলো করেন মাত্র ২ হাজার ৬৭১ জনকে।

    জানা যায়, ২০০৯ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে মোদি টুইটারে অ্যাকাউন্ট খোলেন। পরবর্তীতে ইলন মাস্কের মালিকানায় সেই ‘টুইটার’এর নাম পরিবর্তনের মাধ্যমে ‘এক্স’ করা হয়েছে। এদিকে, ভারতের লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর ফলোয়ার সংখ্যা মাত্র ২৬.৪ মিলিয়ন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য ইকোনমিক টাইমস, হিন্দুস্তান টাইমস