Skip to content

উখিয়ার আশ্রয়শিবিরে রাইফেলসহ যুদ্ধফেরত রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

    উখিয়ার আশ্রয়শিবিরে রাইফেলসহ যুদ্ধফেরত রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার prothomasha.com

    কক্সবাজারে উখিয়ার হাকিমপাড়া আশ্রয়শিবিরে (ক্যাম্প-২০) অভিযান চালিয়ে দুটি জি-থ্রি রাইফেলসহ এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর নাম মোহাম্মদ ইলিয়াছ (২৬)। তিনি উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১১) এ-১৫ ব্লকের রোহিঙ্গা হাসান আহমদের ছেলে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে অস্ত্রসহ ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বলেন, চার মাসের বেশি সময় ধরে মিয়ানমার রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে লড়াই-সংঘাত চলছে। গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াছ রাখাইন রাজ্যের সেই লড়াইয়ে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। সম্ভবত সেখানকার অবস্থা বেগতিক দেখে তিনি (ইলিয়াছ) টেকনাফ অনুপ্রবেশ করে আশ্রয়শিবিরে আত্মগোপন করেন। গোয়েন্দা তথ্যে ভিত্তিতে ইলিয়াছকে গভীর রাতে হাকিমপাড়া আশ্রয়শিবিরের এম-৩৫ ব্লকের একটি আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি জি-থ্রি রাইফেল ও ৫০টি রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইলিয়াছকে উখিয়া থানায় হস্তান্তর করে মামলার প্রস্তুতি চলছে।