Skip to content

বাংলাদেশ সিরিজের আগে নতুন নির্বাচক কমিটি ঘোষণা পাকিস্তানের

    বাংলাদেশ সিরিজের আগে নতুন নির্বাচক কমিটি ঘোষণা পাকিস্তানের prothomasha.com

    সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় বাবর আজমের দলকে। বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় গত বুধবার দুই নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ সিরিজের আগে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ডশুক্রবার (১২ জুলাই) আগের কমিটির দুজন মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে বহাল রেখে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে পিসিবি। তাদের সঙ্গে নির্বাচক প্যানেলে থাকছেন পাকিস্তান দলের দুই কোচ জেসন গিলেস্পি ও গ্যারি কারস্টেন। পাকিস্তান দলের লাল বলের অধিনায়ক শান মাসুদ ও সাদা বলের অধিনায়ক বাবর আজমও নির্বাচক প্যানেলে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করবেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের আসন্ন টেস্ট সিরিজ দিয়ে নিজেদের আনুষ্ঠানিক কাজ শুরু করবে পিসিবির নতুন নির্বাচক প্যানেল। দল ঘোষণার পরই শুরু হবে পাকিস্তান দলের ক্যাম্প। সেখানে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করবেন কোচরা।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে আগামী আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। আর করাচিতে শেষ টেস্ট শুরু ৩০ আগস্ট।