Skip to content

আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিলেন স্কালোনি

    আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিলেন স্কালোনি prothomasha.com

    শুক্রবার (৫ জুলাই) কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন স্কালোনি। এ সময় তিনি বলেন, ‘এখনকার দিনে যে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে যা ইচ্ছা লিখতে পারে। আমি সর্তক থাকবো কারণ তারা কাতারেও একই কথা বলেছে। যখন আপনি জিতবেন, তখন লোকজন বলবে আপনাকে তারা (রেফারিরা) সুবিধা করে দিয়েছে।

    কারণ তাদের কাছে অভিযোগ করা ছাড়া আর কোনো বিকল্প নেই।’স্কালোনি আরও বলেন, ‘আমি জাতীয় দলের কোচ আর আমি এমন কিছু বিশ্বাস করি না। আমরা কেবল নিজেদের দিকেই নজর দিচ্ছি, যে যা ইচ্ছা বলতে পারে। রেফারি ভুল করতে পারে, এমন হয়, তারাও মানুষ। কিছু খেলা তারা ভিএআর দিয়ে রিভিউ করে, খুব ক্লোজ কল থাকে। আমার মনে হয় না তারা আমাদের সুবিধা দিচ্ছে, মানুষের ভুল হয়ই। এসব একদমই ফালতু কথা।’