পাকিস্তানের বেলুচিস্তানে ভারি বৃষ্টিতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৫ জন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারি বৃষ্টিপাতের কারণে খাইবার পাখতুনখোয়ার ও বেলুচিস্তান সংযুক্ত মহাসড়ক যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
পেশোয়ার, সোয়াত, ইসলামাবাদ এবং পিন্ডি থেকে ট্রাফিককে ডেরা ইসমাইল খানে থামতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢোব ও কিল্লা সাইফুল্লাহ প্রশাসনকে যান চলাচল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার ইসলামাবাদ, মুরি, গুলিয়াট, গুজরানওয়ালা, নারোওয়াল, শিয়ালকোট, বালাকোট, মানসেহরা, অ্যাবোটাবাদ এবং সোয়াতের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি বছর এপ্রিলের শুরুতে বেলুচিস্তানে ভারী বৃষ্টিপাতের ফলে প্রাণহানির ঘটনা ঘটেছিল। বিভিন্ন জেলায় অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে প্রাদেশিক সরকার সেসময় বৃষ্টি ও বন্যা জরুরি অবস্থা ঘোষণা করেছিল।