Skip to content

এমন সুযোগ খুব বেশি আসে না: তামিম

    এমন সুযোগ খুব বেশি আসে না: তামিম prothomasha.com

    বাংলাদেশকে ডিএলএস পদ্ধতিতে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। যদিও ইনিংসের মাঝ পথেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে। তবে শেষ চারে যাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের।১১৬ রান করতে হতো ১২.১ ওভারে। লিটন দাসের ইতিবাচক ব্যাটিং সেটি একেবারে নাগালের বাইরে যেতে দেয়নি। কিন্তু নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানের পর মাহমুদউল্লাহর বাজে ব্যাটিং বাংলাদেশকে ভুগিয়েছে।ম্যাচে শেষে অবশ্য অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, ৩ উইকেট পড়ে যাওয়ার পর সেই চিন্তাভাবনা থেকে সরে আসে দল। শেষ পর্যন্ত বাংলাদেশ সমীকরণ তো মেলাতে পারেইনি, সঙ্গে ম্যাচটাও হেরেছে।

    এ নিয়ে বাংলাদেশ দলের বাইরে থাকা ওপেনার তামিম ইকবাল মনে করেন, ১২.১ ওভারেই আফগানিস্তানের ১১৫ রানের পুঁজি তাড়া করার চেষ্টা করা উচিত ছিল বাংলাদেশের। ক্রিকইনফোকে তামিম বলেন, ‘আমার মতে, বাংলাদেশ অনেক হতাশ হবে। বাংলাদেশের রান তাড়া করার পেছনেই ছোটা উচিত ছিল। এমনকি তা করতে গিয়ে যদি ৭০-৮০ রানেও অলআউট হয়ে যেত, আর তারা তো শেষ পর্যন্ত হেরেছেই। বাংলাদেশের সামনে বিশেষ কিছু করার সুযোগ ছিল। এমন সুযোগ খুব বেশি আসে না।’

    তিনি আরও বলেন, ‘সুপার এইটে কোনো ম্যাচ না জিতে শেষ ম্যাচে আপনার সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ। আপনি সম্ভবত এই লক্ষ্য অর্জনে সবকিছুই করবেন।মাঝেমধ্যে মনে হয়েছে, বাংলাদেশ রান তাড়া করে ফেলবে। এরপর উইকেট গেল, কিছু ওভারে ইন্টেন্ট কম ছিল, যে কারণে বাংলাদেশের জন্য কাজটা কঠিন হয়ে যায়।’

    ‘বাংলাদেশের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল, বাংলাদেশ যদি ৩০-৪০ রানে হেরে যেত, অন্তত রান তাড়া করার চেষ্টা করলে সমর্থকেরা অন্তত বুঝত, একটা সুযোগ ছিল, চেষ্টা করেছে কিন্তু পারেনি। এখন সবাই দ্বিধাদ্বন্দ্বে আছে, কারণ আমরা ম্যাচটাও জেতেনি, তাড়া করারও চেষ্টা করিনি। সত্যি বলতে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে।’-যোগ করেন তামিম।