Skip to content

চেজের ফিফটিতে উইন্ডিজের সংগ্রহ ১৩৫

    চেজের ফিফটিতে উইন্ডিজের সংগ্রহ ১৩৫ prothomasha.com

    সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে সমীকরণ এমন হয়ে দাঁড়িয়েছে যে, জিতলেই সেমিফাইনাল, আর হারলেই বিদায়। তবে শুরুতে ব্যাটিংয়ে নেমে ভালো সংগ্রহ দাঁড় করাতে পারেনি উইন্ডিজ। নির্ধারতি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে দলটি।আজ সোমবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েলকে।

    ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ক্যারিবীয়দের। দলীয় ৫ রানে শেই হোপ ও নিকোলাস পুরানকে হারায় তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে ৬৫ বলে ৮১ রান তোলেন কাইল মেয়ার্স ও রোস্টন চেজ। তবে মেয়ার্স তাবরাইজ শামসির বলে ৩৫ রানে আউট হলে এই জুটি ভাঙে।চেজ দলের হয়ে একমাত্র হাফসেঞ্চুরির দেখা পান। তিনি ৪২ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫২ রান করে সেই শামসির শিকার হন। এরপর দলের হয়ে আর কেউ হাল ধরতে না পারায় স্কোর বড় করা হয়নি তাদের।প্রোটিয়া স্পিনার শামসি ৪ ওভারে ২৭ রানে ৩টি উইকেট পান।

    এর আগে গ্রুপ টু থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। রবিবার রাতে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে শেষ চারে নিজেদের জায়গা পাকা করে রেখেছে জস বাটলারের দল। আজকের ম্যাচে যে দল জিতবে তারাই হবে ইংলিশদের সঙ্গী। অপরদিতে ৩ ম্যাচের তিনটিতেই হেরে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র।

    ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, শেরফেন রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাকয়, গুদাকেশ মোটি।দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, তাবরিয়াজ শামসি।