Skip to content

নিষেধাজ্ঞা উঠল থানচি ভ্রমণে

    নিষেধাজ্ঞা উঠল থানচি ভ্রমণে prothomasha.com

    পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের ব্যাংক ডাকাতির রেশ ধরে আড়াই মাসের বেশি বন্ধ থাকার পর পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা উঠল থানচিতে। তবে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় এখনো ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে।গতকাল শনিবার আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যটনসংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে থানচি উপজেলা প্রশাসন।

    থানচি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোহাম্মদ মামুন জানান, আজ রবিবার থেকে স্থানীয় প্রশাসনের অনুমোদিত পর্যটন স্পটে পর্যটকরা ঘুরে বেড়াতে পারবেন। শনিবারে আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রনিধি, হোটেল মালিক সমিতি ও পর্যটক গাইড সমিতি প্রতিনিধির সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।‘পর্যটকরা তিন্দুর বড় পাথর, রেমাক্রি ও তমা তুঙ্গী পর্যটন স্পটে যেতে পারবেন। নিরাপত্তার কারণে এর বাইরে যাওয়া যাবে না। গাইড সমিতির প্রতিনিধিদের বলে দেওয়া হয়েছে, কোথায় যেতে পারবেন আর কোথায় যেতে পারবেন না।