Skip to content

গাজায় রেড ক্রসের কার্যালয়ের কাছে হামলা, নিহত ২২

    গাজায় রেড ক্রসের কার্যালয়ের কাছে হামলা, নিহত ২২ prothomasha.com

    গাজায় দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) কার্যালয়ের কাছে গোলা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। হামলায় রেডক্রস কার্যালয়ও‘ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইসিআরসি।আইসিআরসি জানিয়েছে, এ ঘটনায় ২২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন; যারা রেড ক্রস অফিসের কম্পাউন্ডের আশেপাশে আশ্রয় নিয়েছিলেন।আইসিআরসি’র এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার বিকেলে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির অফিস এবং বাসভবনের কিছু দূরত্বের মধ্যে ভারী অস্ত্র দিয়ে গোলাগুলির ঘটনা ঘটে।বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসামরিক নাগরিক এবং মানবিক সুবিধার ক্ষতি এড়াতে যুদ্ধরত উভয় পক্ষের সতর্ক থাকার বাধ্যবাধকতা রয়েছে।

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আইডিএফ ওই এলাকায় হামলা চালিয়েছে এমন কোনো প্রমাণ প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি। ঘটনাটি পর্যালোচনাধীন রয়েছে।রেড ক্রস বলেছে, ‘হামলায় আইসিআরসির অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাটিতে আমাদের অনেক ফিলিস্তিনি সহকর্মীসহ তাঁবুতে বসবাসকারী শত শত বাস্তুচ্যুত বেসামরিক লোক রয়েছে।’

    সংস্থাটি আরও বলেছে, ‘এই হামলার শিকার বহু মানুষকে নিকটবর্তী রেড ক্রস ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় ২২ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। এ ছাড়াও আরও হতাহতের খবর পাওয়া গেছে।’গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন পরিসংখ্যান বলেছে, গোলাগুলিতে ২৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন এবং এ ঘটনার জন্য তারা ইসরায়েলকে দায়ী করেছে।