Skip to content

পোল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল অস্ট্রিয়া

    পোল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল অস্ট্রিয়া prothomasha.com

    বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে প্রথমবার পোল্যান্ডকে হারিয়ে ইতিহাস লিখল অস্ট্রিয়া। আগের ছয়বারের দেখায় অস্ট্রিয়া কখনো জিততে পারেনি। এবার ৩-১ ব্যবধানে পোল্যান্ডকে উড়িয়ে ইউরো কাপ জমিয়ে দিল অস্ট্রিয়া।ইউরো কাপে গ্রুপ-ডি-র লড়াইয়ে দুই দলই প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছিল। নেদারল্যান্ডসের কাছে হেরেছিল পোল্যান্ড। অন্যদিকে অস্ট্রেয়া হেরেছিল ফ্রান্সের কাছে। অস্ট্রিয়া দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেও জোড়া হারের মুখ দেখল পোল্যান্ড।

    শুরু থেকে পোল্যান্ডের রক্ষণে আক্রমণ চালায় অস্ট্রিয়া। একের পর এক আক্রমণে নবম মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায়। ফিলিপ মোয়েনের বক্সে বাড়ানো ক্রসে লাফিয়ে হেডে গোল করেন গিয়ানট। সমতায় ফিরতে পোল্যান্ডকে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। স্ট্রাইকার ক্রিস্টোফ পিয়াতেক ছয় গজ দূর থেকে শটে গোল করেন।

     ১-১ গোলে সমতা নিয়ে দুই দল যায় বিরতিতে। ৬৬ মিনিটে দ্বিতীয়বারের মতো ম্যাচে এগিয়ে যায় অস্ট্রিয়া। গোল করেন বাউমগার্টনার। পেনাল্টি থেকে গোল পেয়ে ম্যাচের ৭৮ মিনিটে লিড বড় করে অস্ট্রেয়া। গোল করেন মার্কো আরনাউতোভিচ। তাতেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়।

    পুরো ম্যাচেই অস্ট্রিয়ারই দাপট ছিল। ৫৪ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ৯টি শট নেন। আর পোল্যান্ড ৪৬ শতাংশ বল দখল করে মাত্র ৩টি শট নিতে পারে। পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোর আশা জিইয়ে রাখল অস্ট্রিয়া।চোটে আগের ম্যাচে খেলতে পারেননি পোল্যান্ডের তারকা স্ট্রাইকার লেভানদোভস্কি। এদিন বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে লেভানদোভস্কি মাঠে ফিরলেও পোল্যান্ড জিততে পারেনি।

    ২ ম্যাচে ১ জয়ে অস্ট্রিয়ার পয়েন্ট এখন ৩। তারা আছেও পয়েন্ট তালিকার তিনে। অন্যদিকে পোল্যান্ড ২ ম্যাচে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।গ্রুপ পর্বের শেষ রাউন্ডে অস্ট্রিয়া খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, আর পোল্যান্ড মুখোমুখি হবে ফ্রান্সের।