Skip to content

ইসরায়েলি বাহিনী ও এবং হামাসকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

    ইসরায়েলি বাহিনী ও এবং হামাসকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ prothomasha.com

    শিশু হত্যার দায়ে ইসরায়েলি সামরিক বাহিনী ও মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে পাঠানো এক প্রতিবেদনে আন্থনিও গুতেরেস বলেন, ‘গাজা ভূখণ্ড, ইসরায়েল এবং পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে শিশুদের ওপর গুরুতর লঙ্ঘনের নাটকীয় বৃদ্ধি ও নজিরবিহীন মাত্রা ও তীব্রতায় আমি মর্মাহত।’বার্ষিক শিশু ও সশস্ত্র সংঘাতের প্রতিবেদনে যারা শিশুদের শ্রমে ব্যবহার করে, শিশু হত্যা, পঙ্গু বা অপহরণ করে, তাদের বিরুদ্ধে যৌন সহিংসতা চালায়, তাদের মানবিক সহায়তা অস্বীকার করে কিংবা স্কুল ও হাসপাতালে আক্রমণ করে তাদের নামের তালিকা প্রকাশ করা হয় এবং এর মাধ্যমে তাদের রীতিমতো অপমান করা হয়। গুতেরেসের বিশেষ প্রতিনিধি ভার্জিনিয়া গাম্বাকে এসব লঙ্ঘনের প্রতিরোধ ও অবসানে কাজ করার দায়িত্ব দিয়েছে নিরাপত্তা পরিষদ।প্রতিবেদনে বলা হয়, ৭ অক্টোবর থেকে গত বছরের শেষ পর্যন্ত ‘জনবহুল এলাকায় ইসরায়েলি সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে’ গাজায় অনেক শিশু হতাহতের শিকার হয়েছে। হামাস ছাড়াও ফিলিস্তিনের ইসলামিক জিহাদকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। এই দুই গ্রুপের বিরুদ্ধে প্রথমবারের মতো শিশু হত্যা, পঙ্গু করে দেওয়া ও অপহরণের অভিযোগ আনা হয়েছে।