Skip to content

সৌদি পৌঁছেছেন ৭৯৫৫৯ হজযাত্রী, মৃত্যু ১৫

    সৌদি পৌঁছেছেন ৭৯৫৫৯ হজযাত্রী, মৃত্যু ১৫ prothomasha.com

    হজ পালন করতে সৌদি পৌঁছেছেন ৭৯ হাজার ৫৫৯ জন হজযাত্রী। আজ মঙ্গলবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।হেল্প ডেস্ক জানিয়েছে, মোট ২০১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫ হাজার ২৯৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৪ হাজার ২৬২ জন হজযাত্রী।

    এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৪ জন পুরুষ এবং একজন নারী।এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১২ জুন।উল্লেখ্য, আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।