Skip to content

বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল গৃহবধূর

    বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল গৃহবধূর prothomasha.com

    পিরোজপুরের ইন্দুরকানীতে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুর বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুর বেগম উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামের মো. মোস্তফা মুন্সির স্ত্রী।

    স্থানীয়রা জানান, মোস্তফা মুন্সির বাগানের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ঘূর্ণিঝড় রিমালে ছিঁড়ে পড়ে ছিল। সকাল ৬টার দিকে মোস্তফা মুন্সি বাগানে কাজ করতে গিয়ে ছেঁড়া তারে তিনি বিদ্যুতায়িত হন। তখন তাকে রক্ষা করতে গিয়ে তার স্ত্রী শাহিনুর বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ শাহিনুর বেগমকে মৃত ঘোষণা করেন।

    স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবু তালেব জানান, মোস্তফা মুন্সির ঘরের পাশে বাগানের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ঘূর্ণিঝড় রিমালে ছিঁড়ে পড়েছিল। সকালে মোস্তফা মুন্সি বাগানে কাজ করতে গিয়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে স্ত্রী শাহিনুর বেগম তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক শাহিনুরকে মৃত ঘোষণা করেন।ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ মারা গেছেন। ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে।