Skip to content

এমন প্রেশারের ম্যাচ আগে খেলিনি: শান্ত

    এমন প্রেশারের ম্যাচ আগে খেলিনি: শান্ত prothomasha.com

    লক্ষ্যটা ছিল হাতের নাগালেই। তবে বাজে শুরুর পর মাঝে দাপট দেখাল বাংলাদেশ। কিন্তু শেষ দিকে শঙ্কা ভর করলেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে চড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করল টাইগাররা।

    জয়ের পর হাসিমুখে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত । তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এর আগে এমন প্রেশারের ম্যাচ আর খেলিনি। আল্লাহর রহমতে আজকে আমরা ম্যাচ জিতেছি। আমরা সবাই জানতাম ম্যাচটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে। মাঝে তাওহীদ হৃদয়ের ২০ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। যেভাবে আমরা মিডল ওভারে কামব্যাক করেছি সেটা দারুণ ছিল, বিশেষ করে বোলার ফিল্ডারদের অবদানে। আমাদের ব্যাটিংটাও ভালো হয়নি প্রথমদিকে।

    এই ধরনের উইকেটে বা চাপের ম্যাচে ওরাও (শ্রীলংকা) ভালো করেছে। তবে আমরা ২ পয়েন্ট পেয়েছি, ভালো লাগছে।’এর আগে পুরস্কার বিতরণী মঞ্চে শান্ত বলেন, ‘সবার শরীরি ভাষা দারুণ ছিল। আমরা আমাদের ১২০ শতাংশ দিয়েছি। গত ১০-১৫ দিন ধরে আমরা পরিকল্পনা করছিলাম আর সব ফিল্ডাররা তাদের কাজটুকু করেছে। আমার মনে হয় খুব ভালো বল করেছি, কিন্তু এ ধরনের উইকেটে আমাদের আরও আগেই জেতা উচিৎ ছিল।’

    চতুর্থ উইকেটে লিটন ও হৃদয়ের ৩৮ বলে ৬৩ রানের জুটি বাংলাদেশের জয়ের ভিত। এই জুটিতে লিটনের অবদান ১৮ বলে ১৮, হৃদয়ের ২০ বলে ৪০। দুজনের প্রশংসা করে নাজমুল বলেছেন, ‘খুব গুরুত্বপূর্ণ ছিল লিটনের জন্য। সে রান পাচ্ছিল না, আজ নিজের দক্ষতা দেখিয়েছে। আমার মতে, সে খুব ভালো ব্যাটিং করেছে। হৃদয় খুব সাহসী ছিল। ওই ওভারে (হাসারাঙ্গার ১২তম ওভারে টানা তিন ছক্কা) সে যেভাবে ব্যাট করেছে, সেটি খুব কাজে লেগেছে আমাদের।’