Skip to content

তাইওয়ানে অস্ত্র বিক্রির পরিকল্পনা বাতিল করতে যুক্তরাষ্ট্রকে তাগিদ চীনের

    তাইওয়ানে অস্ত্র বিক্রির পরিকল্পনা বাতিল করতে যুক্তরাষ্ট্রকে তাগিদ চীনের prothomasha.com

    চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াও কাং জানান, তাইওয়ানে অস্ত্র বিক্রি করার পরিকল্পনা বাতিল করার জন্য যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় চীন।চীনের তাইওয়ান অঞ্চলে মার্কিন অস্ত্র বিক্রি করা গুরুতরভাবে একচীন নীতি ও চীন-মার্কিন তিনটি যৌথ ইশতেহার লঙ্ঘন, গুরুতরভাবে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থে আঘাত এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য দারুণ ক্ষতিকর। এতে তীব্র অসন্তুষ্টি ও দৃঢ় বিরোধিতা জানায় চীন।তিনি বলেন, তাইওয়ান ইস্যুটি চীন-মার্কিন সম্পর্কের অনতিক্রম্য সীমারেখা। যুক্তরাষ্টের উচিত একচীন নীতি ও চীন-মার্কিন তিনটি যৌথ ইশতেহার মেনে চলা এবং তাইওয়ানে অস্ত্র বিক্রির পরিকল্পনা দ্রুত বাতিল করা।তিনি জানান, চীনের গণ-মুক্তিফৌজ অব্যাহত-ভাবে যুদ্ধ-প্রস্তুতি নেবে ও প্রশিক্ষণ গ্রহণ করবে। তারা দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবে।